শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ২০২৩-২৪ এর
চূড়ান্ত ভর্তি (GST পঞ্চম পর্যায়) বিজ্ঞপ্তি

GST এর পঞ্চম পর্যায়ে যেসব শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) এর জন্য GST ওয়েবসাইটে ৫০০০/- টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন অথবা অন্য কোন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে SUST এর জন্য মনোনীত হয়েছেন তাদেরকে আগামী ২৬/১১/২৪ তারিখে সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সশরীরে উপস্থিতি হয়ে SUST এর চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। কোন শিক্ষার্থী উল্লেখিত সময়ে উপস্থিত হতে না পারলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

চূড়ান্ত ভর্তির জন্য আগত শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যকীয় নির্দেশনা
  • যেসকল শিক্ষার্থী শুধু প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেনঃ

    • শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি বাবদ ১৩ হাজার টাকা নিয়ে আসতে হবে।
    • SSC ও HSC এর মূল মার্কশিট নিয়ে আসতে হবে।
    • শিক্ষার্থীদেরকে Blood-Group এর প্রমাণপত্র হিসাবে Blood-Group Test Report বা NID Card নিয়ে আসতে হবে।
    • কোটায় ভর্তির জন্য ভর্তি নির্দেশিকায় (অনুচ্ছেদ ৫ / Article 5) উল্লেখিত মূল প্রত্যয়ন/সনদ পত্রসমূহ নিয়ে আসতে হবে।
  • যেসকল শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেনঃ

    • শিক্ষার্থীদেরকে অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হওয়ার পর যে প্রমাণ পত্র দিয়েছে তার ফটোকপি নিয়ে আসতে হবে।
    • শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি বাবদ ১৩ হাজার টাকা নিয়ে আসতে হবে।
    • শিক্ষার্থীদেরকে Blood-Group এর প্রমাণপত্র হিসাবে Blood-Group Test Report বা NID Card নিয়ে আসতে হবে।
  • যেসকল শিক্ষার্থী শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেনঃ

    • GST এর পঞ্চম পর্যায়ে যে সকল শিক্ষার্থী মাইগ্রেশন হয়ে অন্য বিভাগের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে চূড়ান্ত ভর্তির প্রমাণ পত্র (Student Admission Profile) সহ সশরীরে উপস্থিত হয়ে নতুন বিভাগের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

SUST Photo Gallery