Check Amission Test Result?
Rank List
Want to Access Dashboard?
Login
Important Notice : This is the BETA site. To visit the actual site, please follow the link https://admissin.sust.edu.bd

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ পর্যায় (ইউনিট A) এর ভর্তি কার্যক্রম আগামী বৃহস্পতিবার, ০৭/০৮/২০২৫ তারিখ থেকে পুনরায় শুরু হবে।

ভর্তি বিজ্ঞপ্তি (ষষ্ঠ পর্যায়)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী  বৃহস্পতিবার, ০৭/০৮/২০২৫ তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী শুরু হবে। ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদেরকে উল্লেখিত সময়সূচী অনুযায়ী  New Social Science Building এ স্বশরীরে উপস্থিত থাকার জন্য আনুরোধ করা হল।

  • ভর্তি সময়সূচী (ষষ্ঠ পর্যায়)

    তারিখ ইউনিট রিপোর্টিং ভর্তির সময় মেধাক্রম (Rank)
    বৃহস্পতিবার
    ০৭/০৮/২০২৫
    A (বিজ্ঞান) ১১ঃ০০ AM ১১ঃ৩০ AM থেকে ০১ঃ৩০ PM ৩৫০১ থেকে ৪০০০
    ভর্তির জন্য বিভাগসমুহঃ ফরেষ্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (FES), জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট (GEE), ওশানোগ্রাফি (OCG)
    বিশেষ দ্রষ্টব্যঃ উল্লেখিত বিভাগগুলোতে নির্ধারীত আসনে ভর্তি পূর্ন হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
  • বিশেষ নির্দেশনাবলী

    • সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
    • SSC ও HSC পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) সাথে নিয়ে আসতে হবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে ভর্তির প্রমাণপত্র, ফি জমা-রশিদ ও মূল ট্রান্সক্রিপ্টের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হল।
    • ভর্তির জন্য ফি বাবদ ১৪,৯০০/= টাকা সাথে নিয়ে আসতে হবে।
    • পরীক্ষার্থীর ব্লাড-গ্রুপ এর যথাপোযুক্ত প্রমানপত্র সাথে নিয়ে আসতে হবে।
    • সাবজেক্ট নির্বাচন এর ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম (Rank) অনুযায়ী ডাকা হবে।
    • একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোন ইউনিটে ভর্তি সম্পন্ন করার পরে অন্য ইউনিটে সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে, পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না

ভর্তি কমিটি মূল মার্কশিট জমা নিবে বিধায় প্রয়োজনীয় পরিমানে কপি সংরক্ষণ করার জন্য পরীক্ষার্থীদেরকে অনুরোধ করা হল।

SUST Photo Gallery